রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন করেছে চারঘাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

সেমাবার সকালে রাজশাহীর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালী ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠানটি হয়েছে। উপজেলার থানাপাড়া ডেভেলপমেন্ট সোসাইট (টিএসডিএস) সহ বিভিন্ন এনজিও এই দিবস পালনে অংশ গ্রহন করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভিন এর সঞ্চলনায় টিএসডিএস সহকারী নির্বাহী পরিচালক মাহমুদা বেগম গিনি নারী সচেতনা মূলক বিভিন্ন ফেসটুন নিয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ নিয়ে স্লোগান দেন। ওই সময় জাপানের নাগরীক মাদকা সাসাদাসহ স্থানীয় অনেক এনজিও প্রতিনিধি অংশ গ্রহন করেন। পরে মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত নারী বিষয়ে আলোকপাত করেন।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com

অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা নারী বিষয়ক সচেতনা বৃদ্ধির লক্ষে তথ্যবহুল বক্তব্য দেন। ওই সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পিআইও ফরহাদ লতিফ, আইসিটি অফিসার মেহেদি হাসান, সমবায় অফিসার মহসিন মজুমদার, ডিজিএম (পল্লি বিদ্যুৎ-২) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার, বিআরডিবি কর্মকর্তা জহুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Recommended For You