শ্যামনগরে সুপেয় পানির সংকট মোকাবেলায় পানির জার ও বোতল বিতরণ

শ্যামনগরে সুপেয় পানির সংকট মোকাবেলায় পানির জার ও বোতল বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে লিডার্সের বাস্তবায়নে প্রধান কার্যালয়ে সুপেয় পানির সংকট মোকাবেলায় ফুড গ্রেড পানির জার, পানির বোতল ও পানি সংগ্রহে এটিএম কার্ড বিতরণ করা হয়।

সুইচ কন্ট্যাক্ট ও জায়েদ সাসটেইনেবল এর পুরস্কারের অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ জার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা : রণী খাতুন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন নারীরা সমাজ উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নারীদের পানি সংগ্রহের পাশাপাশি সংসারের অনেক কাজ সামলাতে হয়। তিনি বলেন বিশুদ্ধ পানি সংগ্রহে পানির জার গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ বর্মন। লিডার্সের কর্মসূচি উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া।

প্রশাসনিক কর্মকর্তা শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য নীপা চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হরিদাশ হালদার, আঃ জলিল, লিডার্সের টিম লিডার অসিত মন্ডল, রায়হান কবীর,রেখা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে নিবন্ধনকৃত ২৬০ জন উপকারভোগীর মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Recommended For You