নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশু শাহিন ফকির হত্যা মামলায় পাঁচজন কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় বছর বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় অসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক, সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর শাহিন ফকির (১০) নিখোঁজ হয়। ৩০ সেপ্টেম্বর, তার পচাঁ-গলা মরদেহ উদ্ধার করা হয় উপজেলার কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ের ময়লা আবর্জনার গর্ত থেকে মরদেহ উদ্বার করা হয়। জমি-জমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ শিমুল মল্লিকের লোকজন তাকে হত্যা করে এবং মরদেহ গুম করার চেষ্টা করে ছিল।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

এই ঘটনায় শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির ২০১৫ সালের ১ অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ দিন বিচার প্রক্রিয়ার পর আদালত পাঁচজন কে যাবজ্জীবন কারান্ড এবং জরিমানার আদেশ দেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার( এপিপি) এডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Recommended For You

About the Author: Shafiul Islam