চলতি মাসে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে আইরিশ মেয়েদের। এর মধ্যে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুরুটা হবে ওয়ানডে দিয়ে। এই ফরম্যাটের সিরিজের জন্য ঘোষিত দলে ফেরানো হয়েছে অভিজ্ঞদের। লম্বা সময় পর ডাক পেয়েছেন জাহানরা আলম ও শারমিন আক্তার সুপ্তা।
তাদের সঙ্গে ফিরেছেন সানজিদা আক্তার মেঘলাও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ডাক পাওয়া তাজ নেহার এবার সুযোগ পেয়েছেন ওয়ানডেতে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
গত বছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন জাহানারা। এরপর জাতীয় দল থেকে একরকম বাদই পড়ে গিয়েছিলেন তিনি। পরে টি-টোয়েন্টিতে ফিরলেও ওয়ানডেতে তার ফেরা হলো এবার। সুপ্তার ফেরা ২০২৩ সালের জুনের পর।
এ বছরের মার্চের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়েই এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। এই সিরিজে নতুন মুখ তাজ নেহার। অক্টোবরে নারী বিশ্বকাপে অভিষেকের পর তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু ওয়ানডেতে সুযোগ পেলেন প্রথমবার।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
আগামী ২৭ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ নারী দল। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১০টায়। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বর তিন টি-টোয়েন্টি হবে সিলেটে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।