হংকংয়ে জাতীয় সুরক্ষা আইনে ৪৫ গণতন্ত্রকামীর সাজা

হংকংয়ে জাতীয় সুরক্ষা আইনে ৪৫ গণতন্ত্রকামীর সাজা

গণতন্ত্রকামীদের আন্দোলন বন্ধের জন্য হংকং-এ জাতীয় সুরক্ষা আইন চালু করে চীন। সেই আইনেই ৪৫ জনকে সাজা। গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার হংকং-এর হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন। জাতীয় সুরক্ষা আইন ভাঙার অপরাধে তাদের এই সাজা হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে হংকং-এ চালু করা এই জাতীয় সুরক্ষা আইনের তীব্র সমালোচনা হয়েছিল।

আইন বিশেষজ্ঞ বেনি তাই-কে সবচেয়ে বেশিদিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। কারণ, তিনিই এই আন্দোলনের পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ।

নতুন আইন চালু করে গণতন্ত্রকামীদের আন্দোলন গুঁড়িয়ে দেয়ার পর এটাই হংকং-এর সবচেয়ে বড় জাতীয় সুরক্ষা মামলা ছিল।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

গণতন্ত্রকামীদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা আন্দোলন করে হংকং সরকার ও নিরাপত্তা বাহিনীকে অচল করে দেয়ার চেষ্টা করেছিল। সরকার নিযুক্ত বিচারপতিদের সামনে কিছু আন্দোলনকারী দোষ স্বীকার করে নেন, কিছু আন্দোলনকারীকে দোষী বলে সাব্যস্ত করে আদালত।

 

ডয়েচে ভেলে

Recommended For You

About the Author: Shafiul Islam