বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের সংগ্রাম তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম, যা নির্বাচিত সরকারই করতে পারে।
তিনি বলেন, আমরা আশা করব, যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। আমরা সব ধরনের সংস্কার করার জন্য প্রস্তুত আছি। যা কিছু সংস্কার করা প্রয়োজন, সেসব সময়সাপেক্ষ আর এসব করার জন্য ম্যান্ডেট পায় নির্বাচিত সরকার।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ উদ্দিন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয়া। এদের কাছ থেকে নানা কথা শুনি। তবে নির্বাচন কেন্দ্রিক কোন কথা শুনি না। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এরই মধ্যে জানিয়েছে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই।
তিনি বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। প্রফেসর ইউনুসকে বিএনপি সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে। তবে নানাজনের কথায় তিনি যেন প্রভাবিত না হন এই আশা আমাদের।’
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
এদিকে, বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলার অব্যাহতি পাওয়া অপর আসামি হলেন- ভোলার লালমোহন উপজেলার কাদিরাবাদ এলাকার বাবুল বিশ্বাস।
উল্লেখ্য, এ মামলায় মোট আসামি ছিলেন দুজন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।