ফেনীতে ৮ মামলার আসামি কাউন্সিলর গ্রেফতার 

ফেনীতে ৮ মামলার আসামি কাউন্সিলর গ্রেফতার 
ফেনীর মহিপালে ৪ আগষ্ট গনহত্যায় ৮ মামলার আসামি ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার কে গ্রেফতার  করেছে ফেনী মড়েল থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফেনী মড়েল থানা পুলিশের একটি টিম  ঢাকার একটি বাসায় অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার  করে।
আমির হোসেন বাহার ফেনী জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
৪ আগষ্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার উপর বর্ববরোচিত হামলায়  নিহত  ও আহত পরিবার বাদী হয়ে হত্যা ও হত্যা চেষ্টায়  ৮ টি মামলায় আমির হোসেন বাহার কে আসামী করা হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমির হোসেন বাহার আত্মগোপনে ছিলেন।  বৃহস্পতিবার সকালে পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার  করে।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

ফেনী মড়েল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গ্রেফতার কৃত আমির হোসেন বাহারের বিরুদ্ধে ফেনী মড়েল থানায়  হত্যাসহ ৮ টি মামলা রয়েছে। ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ফেনীর মহিপালে গনহত্যা মামলায় জড়িতদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে।

Recommended For You

About the Author: Shafiul Islam