রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন পুলিশ সুপার

রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন পুলিশ সুপার

রাজশাহী জেলা পুলিশ সুপার মো: আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে প্রকৃত ৩৩জন মালিকের নিকট মোবাইল ফোন হস্তান্তর করেছেন।  ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন,  প্রতিনিয়ত পুলিশ মোবাইল ফোন উদ্ধার করছে। এই কাজের জন্য পুলিশ কার্যালয়ের আইসটি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। জেলার ৮ টি থানাও মোবাইল ফোন উদ্ধার করছে। হারিয়ে যাওয়া কোনো কিছু প্রকৃত মালিকের নিকট পুনরায় ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের।

সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/

মোবাইল ফোন হারানো ব্যক্তিগণ সংক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে জেলার আইসিটি শাখার এএসআই(নিরস্ত্র) মো: জাহাঙ্গীর আলম গতকাল পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন। এর মধ্যে ভিভো ব্র্যান্ডের ৫ টি, অপ্পো ৪ টি, স্যামসাং ১০ টি, নকিয়া ১ টি, শাওমি ৭ টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩ টি, ইনফিনিক্স ১ টি ও ওয়ালটন ১ টি।

হারানো ফোন পুনরায় ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ বলেন, বর্তমান পুলিশ সুপারের বন্ধু সুলভ আচরণে তারা মুগ্ধ। তিনি যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধ দমনসহ সাধারন মানুষের নানা সমস্যার সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। উপস্থিত মোবাইল মালিকরা জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন। তারা আশা করছেন জেলা পুলিশ এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাবে।

শেয়ার করুন:

Recommended For You