সারাদেশের ন্যায় ফেনীতেও বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনের কলম বিরতি চলছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলা সাবরেজিস্টার অফিসে গিয়ে দেখা যায় জেলার ৭টি ভুমি অফিসে কর্মরত ১৪৭ জন নকল নবীশ একত্রিত হয়ে ফেনী সদর অফিসের সামনে মানববন্ধন করে যাচ্ছেন। এতে করে ফেনীর সকল সাবরেজিস্টার অফিসে দলিলের নকল নিতে আসা ব্যক্তিরা বিড়ম্বনায় পড়েছেন।
নকল নবীশ এসোসিয়েশনের ফেনী সদর উপজেলা সভাপতি ও দাবী বাস্তবায়ন সমন্বয়ক কমিটির আহবায়ক মো. দিদারুল আলম বলেন, বৃটিশ আমল থেকেই ভূমি অফিসগুলোতে নকল নবীশরা কাজ করে যাচ্ছেন। প্রতিটি সরকারই আমাদের চাকুরী স্থায়ীকরণের আশ্বাস দিয়ে প্রতারণা করেছেন। কিন্তু কেউ আমাদের সাথে কথা রাখেন নি। এমতাবস্থায় সারা দেশজুড়ে কর্মরত নকল নবীশরা দাবী আদায়ে রাজপথে নেমেছে ন। আমরা আর কোন আশ্বাস চাই না। এবার দাবী বাস্তবায়ন না হলে আমরা ঘরে ফিরবো না। বিগত ২৪ দিন যাবৎ ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দেশজুড়ে কলম বিরতি চালিয়ে আসছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
দাবী বাস্তবায়ন সমন্বয়ক কমিটির সদস্য সচিব শামসের তাবরিজ বলেন, সারা বাংলাদেশের সাব-রেজিস্ট্রী অফিসে কর্মরত বৈষম্যের স্বীকার নকল নবিশদের চাকুরী জাতীয়করনের ১ দফা ১ দাবী বাস্তবায়নের লক্ষ্যে স্ব-স্ব অফিসে আমরা শান্তিপূর্ণভাবে কলম বিরতি পালন করে যাচ্ছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
ফেনী সাব রেজিস্ট্রার কার্যালয়ে দলিলের নকল নিতে আসা মো. এমরান হোসেন জানান, গত কয়েকমাস আগে একটি জায়গা রেজিস্ট্রি করেছি। জমা খারিজ করার জন্য দলিলের নকলের আবেদন করেছি। কিন্তু নকল নবীশদের আন্দোলন চলমান থাকায় নকল পাচ্ছি না। জমা খারিজও করা যাচ্ছে না। কবে নকল পাবো তাও কেউ জানাতে পারছেনা। শুধু আমি নয়, সাব রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিদিন শত শত মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। নকল না পাওয়ায় মানুষ নানা বিড়ম্বনার মধ্যে পড়েছে।
মানববন্ধন কর্মসূচিতে নকল নবীশ এসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম, শেখ ফরিদ সদস্য মাহবুল হক, আমেনা আক্তার মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।