
ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ সেনাসদস্য। উপত্যকাটির কিশতওয়ারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, শনিবার কিশতওয়ারের ভরত রিজে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন।
বিচ্ছিন্নতাবাদীরা ভিডিজিদের অপহরণ করে হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তওয়ারা এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
সেনা ও পুলিশের যৌথ দল কেশওয়ান জঙ্গলে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করার পর সকাল ১১টার দিকে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যেখানে ভিডিজি নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের মরদেহ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আনুমানিক তিন থেকে চারজন সন্ত্রাসী ওই এলাকায় ঘিরে রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টইম অব ইন্ডিয়া জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।
এর আগে কাশ্মীরে সোনমার্গে সেনাবাহিনীর বহরে হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বহরের একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে প্রাণ হারান অন্তত ৪ সেনাসদস্য। আহত হয় অন্তত ৩ সেনা।
এনডিটিভি