ফেনীতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৭ মন পলিথিন জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: জাহাঙ্গীর আলম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবির হোসেন নেতৃত্বে একটি টিম ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি রোড়ে অবস্থিত অয়ন প্লাস্টিক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় এসময় সরকারি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের উৎপাদন করায় ২৩৬ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন https://worldglobal24.com/
অভিযানে অয়ন প্লাস্টিক কারখানার মালিক নাজমুল ইসলাম কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে পরিবেশ অধিদপ্তরের ল্যাব এটেনডেন্ট সাইফুল করিম রমিও নমূনা সংগ্রহ কারী জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা, বিক্রোতা সবাইকে সচেতন করতে লিপলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।