ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা বার্তা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে (ডোনাল্ড ট্রাম্প) বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র জুড়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- দুই দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব বজায় থাকবে।’

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে সম্পর্কের গভীরতা বেড়েছিল।

তিনি বলেন, ভবিষ্যতে আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু দুটি বন্ধুপ্রতীম দেশ একসঙ্গে নতুন অংশীদারত্বের পথ অন্বেষণ করছে, সেহেতু অসীম সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, মহান জাতির নেতৃত্বের এ গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনার সাফল্যের জন্য আমার শুভেচ্ছা নিন।

Recommended For You

About the Author: Shafiul Islam