
ফেনীতে নারী শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে ফেনীতে নারী শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিট বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
শহরের ফেনী পৌর বিদ্যা নিকেতন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফেনীস্থ স্থানীয় সরকার বিভাগের পরিচালক গোলাম মো. বাতেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়েদ উল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও ফেনী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসান পারভেজ। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক।
প্রকৌশলী মো. হাসান পারভেজ জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ফেনী সদর উপজেলার ৫২টি হাইস্কুলে ২ হাজার ৬০০ পিস হাইজিন কিট বিতরণ বিতরণ করা হয়। শেষে শিক্ষার্থীদের হাতে হাইজিন কিট তুলে দেন অতিথিবৃন্দ।