ফেনীতে নারী শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিট বিতরণ

ফেনীতে নারী শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিট বিতরণ
ফেনীতে নারী শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে ফেনীতে নারী শিক্ষার্থীদের মাঝে হাইজিন কিট বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
শহরের ফেনী পৌর বিদ্যা নিকেতন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফেনীস্থ স্থানীয় সরকার বিভাগের পরিচালক গোলাম মো. বাতেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়েদ উল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও ফেনী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসান পারভেজ। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক।
প্রকৌশলী মো. হাসান পারভেজ জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ফেনী সদর উপজেলার ৫২টি হাইস্কুলে ২ হাজার ৬০০ পিস হাইজিন কিট বিতরণ বিতরণ করা হয়। শেষে শিক্ষার্থীদের হাতে হাইজিন কিট তুলে দেন অতিথিবৃন্দ।

Recommended For You

About the Author: Shafiul Islam