জাতীয় পার্টির কার্যালয়ে আগুন

রাজধানীর বিজয় নগর এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য পাওয়া যায়নি।

রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পায়েল হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই থেকে আড়াইশোর মতো লোক এসে জাতীয় পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে সেখান থেকে কিছু টেবিল চেয়ার বের করে এবং বাইরে দলটির লোগোর সামনে সেগুলো রেখে আগুন ধরিয়ে দেয়।

পরে আগুন নেভানো হয়েছে।

কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পরিদর্শক।

 

Recommended For You

About the Author: Shafiul Islam