খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলা হাইকোর্টে বাতিল

বিগত সরকারের সময়ে রাষ্ট্রদ্রোহ ও বিভিন্ন নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মো. জাকির হোসেন, ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, অ্যাডভোকেট তারেক ভূইয়া ও অ্যাডভোকেট এম সাব্বির আহমেদ।

পরে জয়নুল আবেদীন বলেন, আদালত উভয়পক্ষকে শুনে সবগুলো মামলায় রুল অ্যাবসুলেট করেছেন।

অ্যবসুলেট করার মানে হচ্ছে এই মামলাগুলো কোয়াশড (বাতিল) হয়ে গেল। এই মামলাগুলো আর থাকল না।

এখানে একটা রাষ্ট্রদ্রোহ মামলা ছিল। সরকারের অনুমতি না নিয়ে এ মামলা করেছে।

আইন হচ্ছে অনুমতি নিতে হয়। শুনানি শেষে আদালত এ মামলাও বাতিল করা হলো। রাজনৈতিক উদ্দেশ্যে করা এসব মামলা থেকে আজকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হলো।

 

Recommended For You

About the Author: Shafiul Islam