বাস চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু, বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

রাজশাহী নগরীর ভদ্রার মোড়ে বাসচাপায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে সাধারন জনতা ভদ্রার মোড়ে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, নিহত শিশুর নাম মারিয়া আক্তার যুঁথি। সে রাজশাহী মেহেরচ-ী এলাকার বাসিন্দা হাসান মোল্লার কন্যা।

ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে বাস ও চালককে আটক করা যায়নি। তবে সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিক্সশা থেকে নামার সময় পেছন থেকে একটি যাত্রীবাহি বাস অটোরিক্সশাকে ধাক্কা দেয়। ওই সময় শিশু রিক্সশা থেকে শিশুটি সড়কে ছিটকে পড়ে। তৎক্ষনাত বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ওই সময় শিশুর মৃত্যু হয়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

শেয়ার করুন:

Recommended For You