আওয়ামী লীগ সরকারের সময়ে দায়িত্ব পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার মঙ্গলবার (২৯ অক্টোবর) পদত্যাগ করেছেন।
চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
গণঅভ্যুত্থানে সরকার বদলের আড়াই মাসের মাথায় তারা সরে দাঁড়ালেন।
মঈনউদ্দীন আবদুল্লাহ নিজেই গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তার সঙ্গে দুই কমিশনারও পদত্যাগপত্র জমা দিয়েছেন।