অধিনায়কত্ব নিতে পুরাপুরি প্রস্তুত তাইজুল ইসলাম

নাজমুল হোসেন শান্ত বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি আর অধিনায়কত্ব করতে চান না। এ নিয়ে গত দুদিন দেশের ক্রিকেটে বেশ শোরগোল।

ম্যাচের আগের দিন সাধারণত সংবাদ সম্মেলনে আসেন কোচ অথবা অধিনায়ক। কিন্তু বাংলাদেশ দলের দায়িত্বশীলরা এখন নিজেদের আড়ালে রাখতেই বেশি ব্যস্ত।

তাই এরই ধারাবাহিকতায় সোমবার (২৮ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এলেন সিনিয়র ক্রিকেটার তাইজুল ইসলাম।

সেখানে টাইগার এই স্পিনারের কাছে জানতে চাওয়া হয় টেস্ট ক্রিকেটে যদি অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে কতটা প্রস্তুত আপনি। জবাবে এই স্পিনার বলেন, ‘যেহেতু ১০ বছর ক্রিকেট খেলছি তো পুরোটাই তৈরী!’

এর আগে দলের সিনিয়র হিসেবে অবদান রাখা নিয়ে তাইজুল বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।

আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

 

শেয়ার করুন:

Recommended For You