নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক “জয় বাংলা জয় বঙ্গবন্ধু “ স্লোগান

রাজশাহীতে মহিলা ছাত্রলীগ নেত্রী পুলিশের হাতে আটকের সময় জয় “বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে চেঁচামেচি করতে দেখা গেছে। ঘটনাস্থলে ছাত্রলীগ নেত্রী চিৎকার করে স্লোগান দিতে থাকেন, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করিনা মরণে।

রবিবার (২৭ অক্টোবর) রাজশাহী মহিলা কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রী পরীক্ষা দিতে আসে। পরে তাকে কলেজের ছাত্রীরা মারধর করে  পুলিশের হাতে তোলে দেয়। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেত্রী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ছাত্রলীগের নেত্রী প্রিয়া থানায় আছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে।

এই বিষয়ে আরএমপি এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।

Recommended For You

About the Author: Shafiul Islam