চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসট্যান্ড সংলগ্ন হাঁটের সামনে ট্রাকে পিষ্ট হয়ে রাকিব (১৮) নামে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
সে দামুড়হুদা চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
 প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার সদর বাসট্যান্ড সংলগ্ন হাট চালির সামনে সকাল সাড়ে ৯ টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবসহ ৩ বন্ধু মোটরসাইকেল যোগে কলেজে পরিক্ষা দিতে যাচ্ছিলো। কলেজে ঢুকার আগেই হাটচালির সামনে একটি পাখি ভ্যানের এক্সেলে বেঁধে মোটরসাইকেলটি ছিটকে পিচ রাস্তার উপর পড়ে। এসময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২- ৫৮২৩) পেছনের চাকার নিচে পরে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজ ছাএ রাকিব মৃত্যু বরণ করে। গুরুতর আহত মোটরসাইকেল অপর দুই আরহীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।
সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ২২- ৫৮২৩) আটক করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে নিয়েছে। নাবিল কোম্পানীর ট্রাকটি মাছের ফিড নিয়ে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশ্যে আসছিলো। পতিমধ্যে এ দূর্ঘটনার কবলে পড়ে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন:

Recommended For You