ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে “মাদকবিরোধী প্রচারাভিযান” কর্মসূচিত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই প্রচারাভিযান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক হল, প্রধান ফটক, এবং ক্যাম্পাস সংলগ্ন স্থানগুলোতে পরিচালিত হয়। স্থানীয় বাসস্ট্যান্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও পোস্টার টাঙিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংগঠনটির সদস্যরা জানান, তারা সমাজের অবহেলিত শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। মাদকাসক্তির বৃদ্ধি লক্ষ্য করে এই কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠনের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি সম্পর্কে জানানো এবং মাদক থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করা।
সিআরসি সংগঠনের সদস্য জানান, “শিক্ষার্থীরা এই প্রচারণা থেকে অনুপ্রাণিত হয়ে মাদক থেকে দূরে থাকবে এবং সচেতনতা বৃদ্ধি করবে। সংগঠনটি সবার প্রতি আহ্বান জানিয়েছে, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির এই প্রচেষ্টায় সহযোগিতা করতে।”