বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিলেন নিগার সুলতানা

বাংলাদেশ প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লেও পরের তিন ম্যাচ হেরে নারী বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।

গতকাল (২০ অক্টোবর) আসরের ফাইনালে ৩২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে নিউজিল্যান্ডের মেয়েরা।

এর পরদিনই অর্থাৎ আজ সেরা একাদশ প্রকাশ করে আইসিসি। যেখানে রানার্স আপ হওয়া দক্ষিণ আফ্রিকা দল থেকে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার রয়েছেন।

এছাড়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড থেকে দুজন। ওয়েস্ট ইন্ডিজ থেকে দুজন এবং বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আছেন একজন করে।

বাংলাদেশের হয়ে জায়গা পাওয়া নিগার নিজেদের উদ্বোধনী ম্যাচে করেন ১৮ রান। পরে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ ও অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন তিনি। যদিও দল বাদ পড়ে গ্রুপ পর্বে।

 

Recommended For You

About the Author: Shafiul Islam