বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতাবন্ধ হওয়ার সংবাদ গুজব। সমাজসেবার কোনো ভাতা বন্ধহয়নি। যথাযথ ব্যক্তি যেন ভাতা পায়তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সেমাবার ২১ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বলেন, সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশ্যে, প্রকল্পের নকশা তৈরির সময়সচেতন থাকতে হবে, নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে,পণ্যেও গুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ করতে হবে। ওই স্থানীয় লোকজনের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহবান জানান।
স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষকদেও জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, আইনেরআশ্রয় নিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। বেআইনিপ্রক্রিয়ায় কোনোপদত্যাগ হবে না। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, জাতীয়বিশ্ববিদ্যালয় এবংআরবিবিশ্ববিদ্যালয়ের পরিপত্রঅনুসরণ করতে হবে। এইচএসসির ফলাফল মূল্যায়নেযাদেও অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাস্প্রতিক বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে, এটা আরো দুইমাস থাকতে পারে। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান প্রসঙ্গে জানানো হয়, এ বছর যারা টিকামিস করবে তারা আর এটা নিতে পারবে না।কারণ পরে এটা আর সরকারি ভাবে দেওয়া হবে না।
ভূমি অধিগ্রহণ দ্রুততম সময়ে সম্পন্ন করা, কোনো অজুহাতে যেন চাঁদা বা জিবামজুতদারি কেউ করতে না পারে সেজন্য মনিটরিং, বাজারমনিটরিং-এ সমন্বিতভাবে কাজ করা, সরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে হিমাগার স্থাপন, অবৈধ স্থাপনাতে কোনো ধরনের ইউটিলিটি সার্ভিস না দেওয়া- এমন অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভাতে। বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সশরীরে এবং জেলা প্রশাসকগণঅনলাইনেএ সভায় যুক্ত ছিলেন।