হুতিদের গোপন অস্ত্রভাণ্ডারে যুক্তরাষ্ট্রের হামলা

ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদল হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় পাঁচটি ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৬ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

লয়েড অস্টিন বলেন, মার্কিন বাহিনী হুতিদের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে বিভিন্ন ধরনের অস্ত্র মজুত করা ছিল।

এসব অস্ত্র হুতি যোদ্ধারা এই অঞ্চলে বেসামরিক ও সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে ব্যবহার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবারের হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা তারা মূল্যায়ন করছেন।

তবে তাদের হামলায় কোনো বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনে ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে ১৫টি হামলা চালিয়েছিল।

সূত্র: রয়টার্স

Recommended For You

About the Author: Shafiul Islam