রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই পরিবর্তনের প্রতিফলন চুয়াডাঙ্গার মানুষ দেখতে চায়। যদি কাজের পরিবর্তন না ঘটে তাহলে মানুষ যদি দেখে সেই আগের মতই কাজকর্ম চলছে, তারা বিড়ম্বনার শিকার হচ্ছে, তারা তাদের কাঙ্ক্ষীত সেবা পাচ্ছেনা। তারা তখন অসন্তুষ্ট হবে। সেটা আমারা হতে দেবোনা। তখন আমি আমার মতো ব্যবস্থা নেবো। আমার কাজ পরিবর্তন বাস্তবতায় ফিরিয়ে আনা।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুরো জেলার সমস্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনারা যেগুলো নির্দিষ্ট ভাবে চিহ্নিত করেছেন এবং এ মতবিনিময় সভায় সমাজের দর্পন হিসেবে উত্থাপন করেছেন ও ধারনা দিয়েছেন সে মোতাবেক কাজ করার চেষ্টা করবো।
পরিবর্তনের মানষিকতা নিয়ে এ জেলায় এসেছি, নিয়ত আছে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চেয়ে তিনি আরো বলেন, গোটা দেশের পরিবর্তন আমরা কাজে লাগাতে চাই। এ কাজে কোন ব্যপ্তয় ঘটবে না।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
সংবাদকর্মীদের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল-আমিন, এনটিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম,চ্যানেল ২৪ প্রতিনিধি রেজাউল করিম লিটন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক সংগ্রামের এফ এ আলমগীর, বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুন মোল্লা, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভি প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার (শিক্ষা ও আইসিট), অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান (সার্বিক), সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ (রাজস্ব শাখা), তিথি মিত্র (সাধারণ শাখা)। মতবিনিময় শেষে সংবাদকর্মীদের পক্ষে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের স্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।