নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: আম্পায়ারদের তালিকা প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: আম্পায়ারদের তালিকা প্রকাশ

আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের নবম এই আসর। চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

এবারের বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে সব নারী আম্পায়ার রাখা হলো। এর আগে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা সবাই নারী ছিলেন।

এবারের ১৩ জনের মধ্যে ১০ জন আম্পায়ার ও ৩ জন ম্যাচ রেফারি আছেন।

আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ক্লেয়ার পোলোসাক। এর আগে তিনি চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এবার নিয়ে সর্বোচ্চ পঞ্চমবার দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

অন্যদিকে কিম কটন ও জ্যাকুইলিন উইলিয়ামস এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। সবশেষ আসরের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন তারা দু’জন।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

সু রেডফার্ন গেল আসরের ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। তিনিও এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

এদিকে জিম্বাবুয়ের সারাহ দাম্বানেভানার বিশ্বকাপের মঞ্চে হতে যাচ্ছে অভিষেক।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের আম্পায়ার: 
ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রামন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রুইফেল, শাহ রিয়াজ, লাং রাইফেল, লং রিচার্ড। রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব। 
 
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ। 

 

সূত্র: আইসিসি

শেয়ার করুন:

Recommended For You