ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬, হাসপাতালে ভর্তি ৮৬৫

ডেঙ্গুতে মৃত্যু আরও ৫, হাসপাতালে ভর্তি ১০৩৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৮৬৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন রয়েছেন।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

২৪ ঘণ্টায় সারা দেশে ৬০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ১৮ হাজার ৫০০ জন ছাড়পত্র পেয়েছেন।

এ বছর জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় মৃত্যুসহ (চলতি বছর) এ সংখ্যা মোট ১১৯।

Recommended For You

About the Author: Shafiul Islam