ইবির প্রধান হিসাব পরিচালক ও এস্টেট অফিসের প্রধানের পদত্যাগ

ইবির প্রধান হিসাব পরিচালক ও এস্টেট অফিসের প্রধানের পদত্যাগইবির প্রধান হিসাব পরিচালক ও এস্টেট অফিসের প্রধানের পদত্যাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাব পরিচালক শেখ মো. জাকির হোসেন এবং এস্টেট অফিসের প্রধান মো. শামছুল ইসলাম (জোহা) পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তারা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এবং এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

প্রসঙ্গত, সংশ্লিষ্টদের পদত্যাগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের নিয়োগ ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Recommended For You

About the Author: Shafiul Islam