শ্যামনগরে বিজ্ঞান সভা ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা

শ্যামনগরে বিজ্ঞান সভা ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় বিজ্ঞান সভা, বিজ্ঞান বক্তৃতা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ। প্রধান অতিথি বক্তব্যে বিজ্ঞান শিক্ষার প্রচার প্রসারের কথা বলেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান র্চ্চার আহব্বান জানান। শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরতে বিজ্ঞান বিষয়ে জনসচেতনতার কথা বলেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এস.এম আবু হান্নানের সঞ্চালনায় উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি কাবের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের শিক্ষক রাফছানজানি, শ্যামনগর আতরজান মহিলা কলেজের শিক্ষক কৃষ্ণা রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ।

 

শেয়ার করুন:

Recommended For You