বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করল ভারত

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। এখনও বাকি প্রায় ১১ দিন। এতটা সময় হাতে রেখে রোববার (৮ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য কেবল প্রথম টেস্টের স্কোয়াড দিয়েছে।

২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন পান্ত। এরপর সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর গত আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরে আসেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন পান্ত।

তিনি ছাড়াও টেস্ট দলের স্কোয়াডে আছেন ধ্রুব জুরেল। জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। পেসার ইয়াশ দয়াল প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে কানপুরে ২৭ সেপ্টেম্বর। অনুশীলন শুরু করলেও এখনও সিরিজটির জন্য স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।

শেয়ার করুন:

Recommended For You