পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা 

পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা 
পাবনা সদরের পাইকেল গ্রাম আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ভাবে ধারণা করছে। 
নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আসের প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  আমজাদ কে গুরুতর আহত করে।
স্থানীয়রা প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরের দিকে সে মারা যায়।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহতের মৃতদেহ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You