কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক সজীব হোসেন (২৬)  মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। নিহত মোহাম্মদ সজীব ঢাকার পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, গতকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক সজীব। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্ট জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে মোটরবাইক রাইড করে কক্সবাজার বেড়াতে আসেন সজীব। বুধবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন।  স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা ১ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজে সজিবের সন্ধান পাওয়া যায়নি।

Recommended For You

About the Author: Shafiul Islam