নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার সুযোগ চান হাথুরু

নিজের ভবিষ্যৎ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার সুযোগ চান হাথুরু

নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। দায়িত্ব পাওয়ার পরই জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের বিকল্প খোঁজার কথা বলেছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে এবার নিজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই পরের ম্যাচে মনোযোগী আছি।’

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকার কথা চন্ডিকা হাথুরুসিংহের। তবে নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেবার প্রথম দিনেই হাথুরুকে বাংলাদেশ দলে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তাকে বিদায় করতে গিয়ে যে আর্থিক ক্ষতি হবে, সেটিও দিতে রাজি বিসিবি। তবে, কবে নাগাদ তাকে ছাঁটাই করা হবে, সেই বিষয়ে কিছুই জানায়নি বিসিবি।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

এর আগে বিসিবি সভাপতির এমন মন্তব্যের বিষয়ে আজ হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যৎ নিয়ে তার মতামত কী? দ্বিতীয় টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে, দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’

পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও এসেছে তাদের মাটিতে। দ্বিতীয় টেস্টে ড্র বা জয়ে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সিরিজ জেতার। দলের মানসিক অবস্থা এখন কেমন?

উত্তরে হেড কোচ বলেন, ‘দলে মোরাল অনেক উঁচুতে আছে। কারণ অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে, পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। আবহাওয়ায় কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।’

 

 

শেয়ার করুন:

Recommended For You