ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমদ

ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘উপাচার্য আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।’

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ‘অনুগ্রহপূর্বক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে আপনার যোগদানপত্র অত্র অফিসে প্রেরণ করতে আপনাকে অনুরোধ করা যাচ্ছে।’

প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করব। শিক্ষার্থীদের কোনো দলীয় পরিচয়ে নয়, শিক্ষার্থী হিসেবে আমার কাছে সকলে সমান থাকবে। আমি আজ যোগদান করেছি, চিঠিও পেয়েছি।’

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

এর আগে গত ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান। সরকার পতনের পর চলতি মাসের ৯ আগস্ট অধ্যাপক মাকসুদ পুরো প্রক্টরিয়াল বডি সহ পদত্যাগ করেন।

বিধিমালা অনুযায়ী, প্রক্টর হলেন আবাসিক হলের বাইরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেকোনো জায়গায় শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়োজিত কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একজনকে এ পদে নিয়োগ দেন উপাচার্য। তাকে সহযোগিতা করার জন্য থাকেন প্রয়োজনীয় সংখ্যক সহকারী প্রক্টর।

 

শেয়ার করুন:

Recommended For You