সাফ অনূর্ধ্ব–২০, নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব–২০, নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।  যুব সাফে এটি বাংলাদেশের প্রথম শিরোপা। সাফের বয়সভিত্তিক অন্য সব প্রতিযোগিতা জেতা হলেও অনূর্ধ্ব–২০ এর ট্রফিটাই অধরা ছিল বাংলাদেশের। চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে আরেকটি ইতিহাস গড়লেন বাংলাদেশের ফুটবলাররা।

বুধবার (২৮ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে  নেপালের বিপক্ষে প্রথম জয়, গ্রুপপর্বে হারের প্রতিশোধ এবং প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা, এ যেন ‘এক ঢিলে তিন পাখি মারলো’ বাংলার যুবারা।

৯ বছর পর যুবাদের হাত ধরে শিরোপার মুখ দেখলো বাংলাদেশের পুরুষ ফুটবল। সেই ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকে শুরু হওয়া খরা মেটালেন মিরাজুল ইসলামরা। নেপালের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছেন মারুফুল হকের শিষ্যরা। গত আসরে রানার-আপ হওয়ার ক্ষত এবার শিরোপা উল্লাস দিয়ে পুষিয়ে নিলেন বাংলার যুবারা।

ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়ে গোল পায়নি স্বাগতিক নেপাল। বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে গোল নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আরও দুই গোল করে। শেষ দিকে এসে স্বাগতিকরা এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি। এরপর বাংলাদেশ আরও এক গোল পায়। তাতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিরাজুল ইসলামের জোড়ায় বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উৎসব করেছে। মিরাজুল দুটি  ছাড়াও রাব্বি হোসেনের গোলে করেছেন অ্যাসিস্ট। এছাড়া চতুর্থ গোলটি এসেছে পিয়াস আহমেদ নোভার লক্ষ্যভেদে।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

২০০৩ সালে ঢাকায় হওয়া সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এবারের শিরোপার। সেবার ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। কাঠমান্ডুতে অনূর্ধ্ব-২০ সাফেও হয়েছে তাই। গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে সেমিফাইনালের লড়াইয়ে টাইব্রেকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় আজকের ফাইনালে। ২১ বছর আগের ফাইনালে বাংলাদেশ খেলেছিল নিয়মিত অধিনায়ক রজনীকান্ত বর্মণকে ছাড়া। আজও বাংলাদেশ খেলে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণকে বাইরে রেখে। তবে ঢাকা স্টেডিয়ামের সেই ভাগ্যটাই আজ পুনরাবৃত্তি হয়েছে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে। শিরোপা উঠেছে বাংলাদেশের যুবাদের হাতে।

মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে নেপাল গিয়েছিল বাংলাদেশ। অভিজ্ঞ কোচ মারুফুল হক এই সময়টার পূর্ণ সদ্ব্যবহারে লড়াকু রূপ দিয়েছেন দলটিকে। তবে শুরু থেকে চলার পথে ছিল চড়াই-উৎরাই। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশ হেরে গিয়েছিল নেপালের কাছে। ওই হারের কারণে গ্রুপ পর্বে দ্বিতীয় দল হয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারতের সামনা করতে হয় সেমিফাইনালে

শেয়ার করুন:

Recommended For You