নড়াইলের কালিয়ায় ৫ দিন যাবত স্কুলছাত্র নিখোঁজ

নড়াইলের কালিয়ায় ৫ দিন যাবত স্কুলছাত্র নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা গ্রামের ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আসুয়াত শেখ (১৩)  নামে এক স্কুল ছাত্র ৫ দিন যাবত নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত শেখ। পরে পরিবারের লোকজন সকল আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি নিয়ে তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৯২১।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বুধবার (২৮ আগস্ট) বিকালে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Recommended For You

About the Author: Shafiul Islam