ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিলেও পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বাড়েনি পানি

ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিলেও পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বাড়েনি পানি
ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিলেও পাবনার ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বাড়েনি। গত দুদিন ধরে পদ্মার পানি স্থির রয়েছে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের রিডার হারিফুন নাঈম ইবনে সালাম জানান, ২৬ আগস্ট ও ২৭ আগস্ট হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি স্থির দেখা গেছে। 
এই দুদিন এখানে পানির উচ্চতা ১১ দশমিক ৯৮ মিটার। গত ২৫ আগস্ট এ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৯৭ মিটার।
তিনি আরও জানান, ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিলেও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানি বাড়েনি। এছাড়া গত এক সপ্তাহ ধরে এখানে পানির উচ্চতা এক থেকে সেন্টিমিটার কম-বেশি হয়েছে।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকার জেলে সৌরভ কুমার বলেন, ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে। এ কথা শোনার পর থেকেই আতঙ্কে আছি। কিন্তু এখনো নদীতে পানি বাড়েনি।  গত চার-পাঁচদিন ধরে পানি একই রকম। নদীতে পানি বাড়লে আমরা সবার আগে বুঝতে পারি।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, এ পয়েন্টে পানির বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার। এখন পানির উচ্চতা ১১ দশমিক ৯৮ মিটার। বিপৎসীমার অনেক নিচে দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।
শেয়ার করুন:

Recommended For You