২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১০৫

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১০৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৮ জন মারা গেছেন।

সোমবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুই জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাত জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট নয় হাজার ৮৭২ জন ছাড়পত্র পেয়েছেন।

Recommended For You

About the Author: Shafiul Islam