বন্যার্তদের জন্য কোটি টাকা ও খাবার দিচ্ছে বিসিবি

বন্যার্তদের জন্য কোটি টাকা ও খাবার দিচ্ছে বিসিবি

ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ গৃহহীন হয়ে পড়েছে। নিরাপদ পানি ও বিশুদ্ধ খাবারের সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। বানভাসি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সারা দেশের মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে মিরপুরে সভা শেষে ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত, আমাদের দেশে এত বড় বন্যা এসেছে। এই বন্যাতে ভয়াবহ অবস্থা।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত আমাদের এত বড় বন্যা এসেছে। এই বন্যাতে ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি।’

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

তবে এখানেই ত্রাণ থামছে না। বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এ ছাড়া বিসিবির পাঠানো ব্যাগে কী কী থাকবে তাও জানান ফারুক আহমেদ, ‘একটা ব্যাগে শুকনো খাবার থাকবে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দেওয়া হয়েছে।’

Recommended For You

About the Author: Shafiul Islam