খুলনার পাইকগাছায় বন্যা মোকাবিলায় সহায়তা ও উদ্ধারে নৌবাহিনী

খুলনার পাইকগাছায় বন্যা মোকাবিলায় সহায়তা ও উদ্ধারে নৌবাহিনী

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে খুলনার পাইকগাছা উপজেলায় বন্যায় দূর্গতদের মাঝে জরুরী চিকিৎসা প্রদান ও ত্রান সামগ্রী বিতরন করছেন বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার জন্য কমান্ডার খুলনা নৌ অঞ্চল হতে প্রেরিত নৌবাহিনীর সহায়তাকারী দল নিরলস প্রচেষ্টা চলমান রেখেছে।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পাইকগাছার বন্যার্তদের উদ্ধারকার্য, শুষ্ক ও রান্না করা খাবার বিতরণ এবং জরুরী চিকিৎসা সাহায্য প্রদান করে চলছে বাংলাদেশ নৌবাহিনী।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

এদিকে গত দুই দিনেও মেরামত করা সম্ভব হয়নি  পাইকগাছায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। দু’দফায় মেরামত করা বাঁধ জোয়ারের পানিতে ভেসে গিয়ে ১৩ গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে পানিবন্দি অন্তত ১৫ হাজার মানুষ। বাঁধ ধসে পানি প্রবেশ করায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্য সম্পদ। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে।

Recommended For You

About the Author: Shafiul Islam