সৌদিতে ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, মক্কায় সকর্তকতা জারি

সৌদি

সৌদিতে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে এবং এতে করে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে গিয়েছে। এর মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা পবিত্র মক্কা নগরীতে আরো ভারী বৃষ্টপাতের হতে পারে বলে সকর্তকতা জারি করেছে।

সৌদিতে গতকাল পবিত্র মক্কা নগরীসহ আশেপাশে ভারী বৃষ্টিপাতের কারণে বেশি কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।এসব অঞ্চলগুলোর মধ্যো রয়েছে তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল।

দেশটির জাতীয় আবহাওয়া দফতর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।

সৌদির আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা এবং মদিনাতে মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এছাড়া জিঝান এবং আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে । অপরদিকে বৃষ্টির পানি দ্রুত নেমে না যাওয়ায এমন বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে ।

 

Recommended For You

About the Author: Shafiul Islam