অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশের বন্য পরিস্থিতি মোকাবিলাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি, পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনসহ বেশ কিছু আলোচনা হতে পারে। এছাড়া প্রথম দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি ক্যাবিনেটে আলোচনা হতে পারে।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
গত ১৬ আগস্ট নতুন চারজন উপদেষ্টার শপথ নেওয়ার পর এটিই প্রথম কেবিনেট বৈঠক। যদিও ওই দিন বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টারা বৈঠক করেন।