
ঠাকুরগাঁওয়ের সালন্দর জামুরীপাড়ায় নিজের ক্রয়কৃত ও ভোগ দখলে থাকা জমি থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গ্রামের মো: ফাইম সরকার (৪৫) বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার সালন্দর জামুরীপাড়ার মৃত তারাজ উদ্দীনের ছেলে মো: ফাইম সরকার ২০০৮ সালের ২৪ নভেম্বর ১১১৫৮ নং কবলা মুলে একটি জমি কিনে কিছু অংশে বাড়ি ও অন্য অংশে গাছপালা লাগিয়ে ভোগ দখল করে আসছিলেন। এ অবস্থায় গত ৫ মার্চ বিকেলে ওই গ্রামের মৃত থতিব উদ্দিীনের ছেলে মো: এনামুল হক (৫৫) সহ একদল দুবৃত্ত বাড়ি মেরামতে বাধা প্রদান করে গালিগালাজ করে। পরে এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সার্ভেয়ার/আমিন এনে সীমানা তথা বসত বাড়ির সীমানা সঠিক/নির্ধারণ করার চেষ্টা করা হয়। এতেও কোন কাজ হয় না।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
পরে গত রোববার পুনরায় উল্লেখিত জমিতে সীমানা প্রাচীর দেওয়ার উদ্দেশ্যে মিস্ত্রি নেন ফাইম, কিন্তু মো: এনামুল হকসহ অন্যরা পুনরায় দেশীয় অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হয়ে প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে। এ সময় বিবাদীরা ফাইমকে হত্যার হুমকী প্রদর্শন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বিবাদীরা হলেন, ওই গ্রামের মৃত থতিব উদ্দীনের ছেলে মো: এনামুল হক (৫৫), মৃত শামসুল হকের ছেলে মো: সামাদ ওরফে বাবু (৪৫), মো: মাহাবুব আলম (৪২), মো: সাদ্দাম হোসেন (৩৫), মো: পলাশের স্ত্রী মোছা: আঞ্জুমান বেগম (৩৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।