কালিহাতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গণসংবর্ধনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানায় টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন এর বিযারামারুয়া গ্রামে এ সংবর্ধনার আয়োজন করে গোহালিয়াবাড়ি ইউনিয়ন এর সর্ব স্তরের জনগণ।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর  পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউল আলম তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আল আমিন শিকদার এর সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মতিউল আলম তালুকদার। এরপর ছাত্র প্রতিনিধি থেকে বক্তব্য রাখেন মেরাজ তালুকদার, রাকিব হাসান আকাশ, আল মুক্তাদিন, ফয়সাল প্রমুখ। এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও শহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, নারিন্দিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মহর আলি, আনাহলার সাবেক ইউপি চেয়রাম্যান শফিউর রহমান মুক্তা, প্রফেসর একে এম আউয়াল, আনসার আলি শিকদার, ইউপি সদস্য বাবুল তালুকদার, পল্লি চিকিৎসক মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারি মুহাম্মদ তালেব, আতিকুর রহমান আতিক, কালিহাতি উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ আমিনুর রহমান, ইউনিয়ন যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিকতা ও বিশেষ অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান মতিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “খুনি হাসিনার ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করে শিক্ষার্থীরা যেই নতুন স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে আমাদের সবার উচিত সেই নতুন স্বাধীনতাকে উপভোগ করা। চলমান রাজনৈতিক অস্থিরতায় সব রকম বিশৃঙ্খলা সৃষ্টি ও অরাজকতা পরিহার করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে আত্মনিয়োগ করা।

এছাড়াও তিনি অন্তরবর্তিকালীন সরকার প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস কে অভিবাদন জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রত্যেক্ষ ভোটে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকার গঠন করার মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানান”।

Recommended For You