বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কইন্না খাল থেকে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন। নিহতের নাম মুশফিকুর রহিম মিশু। সে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক।
স্থানীয়রা জানান, নিহত মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরের পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। এসময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয়। খবর পেয়ে সে বাড়িতে আত্মগোপন করেন। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে সে প্রাণভয়ে পালিয়ে যায়।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
স্থানীয়দের ধারনা প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মৃতদেহ খালে পেলে দেয়।
নুর নবী নামে সফরপুর গ্রামের বাসিন্দা জানায় মৃতদেহ উদ্ধারের পর খবর পেয়ে নিহতের স্ত্রী ঘটনাস্থালের পৌঁছে মৃতদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আসেনি।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বিপ রায় পলাশ বলেন যে স্থানে মৃতদেহ পাওয়া গেছে সেটি ফেনী সদর থানার আওতাধীন তাই আমরা ব্যবস্থা নিতে পারিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে ফেনী মডেল থানার ওসি রুহুল আমিনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।