আ’লীগ এর নেত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করার পর থেকেই দেশের বিভিন্ন জেলা ও উজেলায় ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। একই ভাবে রাজশাহী জেলার ৯টি উপজেলার মধ্যে বেশির ভাগ উপজেলায় রাজনৈতিক দল গুলোর আনান্দ মিছিলসহ আইন শৃঙ্খলার অবনতি হয়েছে।
দেশের সম্পদ রক্ষার করার দায়িত্ব আপনার ও আমাদের সকলের। আগামীতে কোন ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। সম্প্রতী নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে এই দেশের জাতি অনুতপ্ত এবং সংকটময় জীবন যাপন পার করছে। অনাকাঙ্খিত অনেক স্মৃতি আমাদের সকলের মধ্যে বিরাজ করছে যা ভুলার নয়। তবুও সকলকে ধৈর্য ধারণ করতে হবে একটি সুন্দর ফলপ্রসু সময়ের জন্য অপেক্ষা করার আহবান জানান, জেলা প্রশাসক শামিম আহমেদ এবং অধিনায়ক শামিম। ওই সময় জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এবং দলিয় নেতারা উপস্থিত ছিলেন।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
অপরদিকে মঙ্গলবার সকাল ১১টার সময় চারঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মেজর সায়মুম, সহকারী কমিসনার (ভুমি) আরিফ হোসেন, ওসি এসএম সিদ্দিকুর রহমান, জেলা বিএনপি আহবায়ক আবু সাঈদ চাঁদ।
ওই সভায় জেলা বিএনপি আহবায়ক বলেন, বর্তমান আইন শৃঙ্খলার কোন অবনতি হবে না। দলের নেতাকর্মীরা শান্ত ও নীরব ভূমিকায় থাকবে। দলের নেতৃত্ব থেকে কোন ধরনের বিশৃঙ্খলা করার অনুমতি দেওয়া হবে না। আলোচনায় উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সম্পাদক মুরাদ পাশাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলার বিভিন্ন উপজেলায় আইন শৃঙ্খলা শান্ত রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন সেনাবহিনীর দায়িত্বরত টিম। ওই সময় দায়িত্বরত কমান্ডার বলেন, যে কোন নাশকতার সৃষ্টি হলে তৎক্ষনাত দায়িত্বে থাকা অফিসারকে জাননোর আহবান করেন।