বৃষ্টি বেশি থাকতে পারে চার বিভাগে

বৃষ্টি বেশি থাকতে পারে চার বিভাগে

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বর্ষার বৃষ্টিপাত অনেকটাই কমেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

আগামী দুই দিনেও (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে বৃষ্টিপাত কম-বেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। দেশে বর্ষার বৃষ্টিপাত হয় মূলত এই মৌসুমি বায়ুর প্রভাবেই। মৌসুমি বায়ু ‘সক্রিয়’ অবস্থায় থাকলে সারা দেশে বর্ষার বৃষ্টি বাড়ে। সক্রিয়তা কমে মৌসুমি বায়ু দুর্বল হলে বৃষ্টিপাতও কমে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে কম বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি অপেক্ষাকৃত থাকতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বরিশাল বিভাগেও।  এদিকে আগের দিনের তুলনায় গতকাল আরো কমেছে বৃষ্টিপাত।

শেয়ার করুন:

Recommended For You