ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম আজ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিরাপরাধ শিশু ও শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলির করে হত্যার বিচার এদেশের মাটিতেই হবে।
এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা সবাই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের ছাড় দেয়ার কোন সুযোগ নেই। সাধারণ একটি ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ ব্যতীত হেলিকপ্টার থেকে গুলি করে যেভাবে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা একমাত্র ফ্যাসিবাদী, ক্ষমতার মোহে আবিষ্ট বিনা ভোটে নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
ডিবি হেফাজতে কোন নাগরিক নিরাপদ নয় উল্লেখ করে নেতৃদ্বয় আরো বলেন, সন্তান তার মা-বাবা, পরিবারের কাছেই নিরাপদ। যাদেরকে সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে আনা হয়েছে তাদেরকে অতি দ্রুত তাদের পরিবারের কাছে ফেরত দিন। তা নাহলে জনজীবনে নিরাপত্তার শংকা আরো প্রকট হবে এবং তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।