ফেনীতে মৎস্য সপ্তাহ’র উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফেনীতে মৎস্য সপ্তাহ'র উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জেলার সেরা মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

বুধবার (৩১ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একরাম উদ্দিন, ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার ও মোরশেদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

ফেনী জেলা কালচারাল অফিসার এসএমটি কামরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি আবুল কাশেম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, বক্তব্য রাখেন মৎস্য চাষী ইলিয়াস চৌধুরী।

অনুষ্ঠানে জেলায় মাছ চাষে সেরা হওয়ায় ফেনীর গোবিন্দপুর মৎস্য খামার, ফেনী সদরের পূর্ব সিলোনিয়া শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি, সোনাগাজীর মমিন মৎস্য খামার ও দাগনভূঞার এএফএম হাফিজ উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।

শেয়ার করুন:

Recommended For You