রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর মোড়ে চেকপোস্ট পরিচালনা করে ইজিবাইক চালককে আটক করে র্যাব-৫। পরে ইজিবাইক তল্লাশী করে সীটের নীচে লুকানো অবস্থায় ০২ কেজি গানপাউডার উদ্ধার করে এবং ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার কোমর থেকে ০১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান র্যাব-৫।
গতকাল মঙ্গলবার ৩০ জুলাই রাতে শ্রী সুদেব সরদার (২২) কে আটক করা হয়। সে গোদাগাড়ী উপজেলার মানন্ডাই গ্রামের শ্রী রবি সরদার এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন নাশকতাকারীদের নিকট সরবরাহ করার জন্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করেছিল মর্মে স্বীকার করে।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
সে একজন কুখ্যাত অস্ত্র কারবারী। তবে পেশায় একজন ইজিবাইক চালক। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে নিয়ে রাজশাহীসহ বিভিন্ন এলাকার অজ্ঞাত অস্ত্র ব্যবসায়ীদের নিকট বিক্রয় করা ছিল তার মূল ব্যবসা।